চিকিৎসকরা মজেছে বনভোজনে, রোগীরা পড়েছে ভোগান্তিতে

সৈয়দ মইনুল হোসেন
কিশোরগঞ্জ প্রতিনিধি:-
কিশোরগঞ্জ জেলার হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইনে স্বাস্থ্য সেবা ভেঙে পড়েছে। চিকিৎসকরা বনভোজনে থাকায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা যায়।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ সকল কর্মকর্তা ও কর্মচারীরা গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বনভোজনের উদ্দেশ্যে সেন্ট মার্টিন যান। রবিবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টা পর্যন্ত অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কক্ষ তালাবদ্ধ দেখা গেছে। চিকিৎসা নিতে আসা রোগীরা চিকিৎসকদের কক্ষ তালাবদ্ধ দেখে ফিরে চলে যাচ্ছে। অনেকেই এসেছেন পরীক্ষার রিপোর্ট নিতে। কিন্তু তালাবদ্ধ দেখে রোগীরা হতাশ। চিকিৎসা নিতে আসা তামান্না নামে এক রোগী জানান, বেশ কয়েকদিন যাবত জ্বরে ভুগছেন তিনি, সাথে শর্দী ও কাশি। পরীক্ষা করিয়েছেন, কিন্তু পরীক্ষার রিপোর্ট না পাওয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এরকম অর্ধশতাধিক রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্স তালাবদ্ধ থাকায় ক্ষোভে ফেটে পড়েন। চিকিৎসা সেবা বাদ দিয়ে বনভোজনে যাওয়া এলাকার জনগণ ভাল চোখে দেখছেন না।এ ব্যাপারে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আব্দুল আল শাফীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম ঢাকা ক্যানভাসকে জানান, আমি বিষয়টি দেখছি। আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।