সারাদেশ

পলাশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির ছবি তোলা কার্যক্রমের উদ্বোধন

পলাশ(নরসিংদী) প্রতিনিধি :
 বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার পর আজ বুধবার সকাল ৯ টা থেকে নরসিংদীর পলাশে ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু করেছে পলাশ উপজেলা নির্বাচন অফিস। সকালে উপজেলার শিল্পাঞ্চল সরকারি কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার  মাসফিকা হোসেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুম, উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন অফিসার জানান, পলাশ উপজেলায় নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম আজ ৫ ফেব্রুয়ারী থেকে ২২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। এর আগে ২০ জানুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারী পর্যন্ত উপজেলার ৯ হাজার ৪৮ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা। তিনি আরো জানান ছবি তোলার কেন্দ্রগুলোতেও নতুন ভোটাররা নিবন্ধিত হতে পারবেন এবং এবার ২ হাজার ৮৬ জন মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং