গণহত্যার সঙ্গে জড়িত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
গণহত্যার সঙ্গে জড়িত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডর সঙ্গে জড়িতদের
বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে সমবেত হয়ে সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলি প্রদান করেন।
এসময় গণঅধিকার পরিষদের নেতারা স্লোগান দেন ‘আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’ ‘হই হই রইরই ছাত্রলীগ গেলি কই, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলা হবে না, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনা ফাঁসি চাই।
বিক্ষোভ মিছিলটি গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ও সংগঠনের আহ্বায়ক মো. আব্দুল মোমিন ফয়সালের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ সংগঠনের জেলা সদস্য সচিব মো. ইউসুফ আলী, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহিম সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।