বাগেরহাটে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আটক-১

উজ্জ্বল কুমার দাস, জেলা প্রতিনিধি, বাগেরহাট ।।
বাগেরহাটে সাড়ে ৯ কেজি গাঁজাসহ মো. কবির হাওলাদার (৩০) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মারিয়ার পল্লী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা কাপড়ের ব্যাগ থেকে সাড়ে নয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক কবির হাওলাদার জেলার কচুয়া উপজেলার মাদারতলা গ্রামের মৃত জেহের আলী হাওলাদারের ছেলে।
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম কুমার মণ্ডল জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানাযায় কাড়াপাড়া ইউনিয়নের মারিয়ার পল্লীর সামনে শফিকুল ইসলামের মুদি দোকানের দক্ষিণ পাশে গাঁজার একটি বড় চালান হাত বদল হবে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে নয় কেজি গাঁজাসহ কবিরকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এ কর্মকর্তা।