সারাদেশ

শ্যামনগরে ছফিরুন্নেছা বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সোমবার দিনব্যাপী ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র নাথ মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান মিঠু, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম লুৎফর রহমান, জামায়াত ইসলামী আটুলিয়া ইউপির আমীর মাওঃ মাহাবুবুর রহমান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মমতাজ উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ মন্ডল প্রমুখ।

ক্রীড়া পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক টি এম জিলহাজ¦ রহমান ও সহকারী শিক্ষক জি এম নাসির উদ্দিন। প্রতিযোগিতার বিষয় সমূহ ছিল দৌড়, গোলক নিক্ষেপ, মোরগ লড়াই, বাধা বিঘেœর দৌড়, স্মৃতি পরীক্ষা, ভারসাম্য দৌড়, দীর্ঘ লাফ, সুচে সুতা পরানো, রিলে রেস, খো-খো, মুখ দিয়ে টমেটো উঠানো, চোঁখ বেধে বল কুড়ানো, সংবাদ প্রেরণ, হাঁড়ি ভাঙ্গা, নিচে বাঁচো অপরকে মারো,বাঘ উড়ে পাখি উড়ে, যেমন খুশি তেমন সাজো প্রভূতি। প্রতিযোগিতাটি সুষ্ঠভাবে সম্পন্ন করতে কয়েকটি উপকমিটি গঠন করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং