ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ ফেনীতে বিচারপতি মো.গোলাম মর্তুজা মজুমদার।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ড:মো:গোলাম মর্তুজা মজুমদার বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ।গতকাল মঙ্গলবার(২৭ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের বিচার প্রসঙ্গে তিনি উক্ত মন্তব্য করেন।এই সময় তিনি বলেন,বিচারাধীন মামলা এবং বিচারপ্রক্রিয়ায় রাষ্ট্রের দায়িত্বপালনে ট্রাইব্যুনাল স্বচ্ছ এবং নিরপেক্ষতায় অঙ্গীকারবদ্ধ।৪ আগস্ট ফেনীর মহিপালে গণহত্যার মামলাগুলো ট্রাইব্যুনালে প্রেরণ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন,কোন মামলা ট্রাইব্যুনালে যাবে তা আমাদের বিষয় নয়,সরকারের পক্ষ থেকে যেসব মামলা বিচারকার্যের জন্য প্রেরণ করবে তা সেখানে কার্যক্রম চলবে।এই প্রসঙ্গে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়,কমপক্ষে দুইটি হত্যা মামলার বিচারকার্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তর্ভূক্ত হবে। ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্নে কেমন সময় লাগবে জানতে চাইলে তিনি বলেন,এটি মামলা প্রাসঙ্গিক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপাত্তের ওপর নির্ভর করবে।ট্রাইব্যুনালের অবকাঠামোগত উন্নয়নের কাজ শেষ হয়েছে।বিচারকার্য সম্পন্নে ট্রাইব্যুনালের পরিধি বাড়তে পারে।গতকাল সকালে মহিপালে ছাত্র জনতা হত্যার স্থান দেখতে যান ড:মো:গোলাম মর্তুজা।বিকালে ফেনী আইনজীবী সমিতি তাঁকে সংবর্ধনার আয়োজন করে।
বিচারপতি ড:মো:গোলাম মর্তুজা গত বছরের ১৪ ই অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। ২৮ শে জানুয়ারি গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়িতে যান ট্রাইব্যুনাল চেয়ারম্যান।এই সময় তিনি বাবা মায়ের কবর জিয়ারত করেন।উল্লেখ্য ড:মো:গোলাম মর্তুজা মজুমদার ১৯৬০ সালের ১৫ জানুয়ারি ফেনীর ফুলগাজীতে জন্মগ্রহণ করেন।পিতা মৃত মফিজুর রহমান মজুমদারের ৮ ছেলে ও ৫ মেয়ের মধ্যে তিনি চতুর্থ।১৯৭৫ সালে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় হতে এসএসসি,১৯৭৭ সালে ফেনী সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক,১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও পরবর্তীতে এলএলএম সম্পন্ন করেন।তিনি ২০০৩ সালে ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়,২০০৭ সালে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কমনওয়েলথ ফেলোশিপ ও ২০১০ সালে ইংল্যান্ড থেকে পিএইচডি প্রথমপর্ব এবং আমেরিকা থেকে শেষপর্ব সম্পন্ন করেন।১৯৮২ সালে বিসিএস কর্মকর্তা হিসেবে ড:গোলাম মর্তুজা চাকুরিতে যোগ দেন।