আওয়ামীলীগ নেতার হুমকিতে কিশোরের আত্মহত্যা

মামুন রাফী, স্টাফ রিপোর্টার
ডেমরা থানার ৬৬নং ওয়ার্ডে মহসিন আহমেদ (১৫) নামে এক কিশোর গত বৃহস্পতিবার গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ নেতা নুর সালাম নিহত মহসিন(১৫) কে মারধর হত্যার হুমকি দিলে সে ভয়ে পালিয়ে কাঁচপুর ফুফুর বাড়িতে গিয়ে উঠে। নুর সালাম ও মসজিদ কমিটি তার পরিবারকে বারবার হুমকি দিলে ভয় ও লজ্জায় সে ফুফুর বাড়িতেই ফাঁস নেয়।
শুক্রবার রাত ১০টায় ফুফুর পরিবারের লোকজন দরজা বন্ধ পেলে পুলিশকে খবর দেয়। সোনারগাঁও থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পোসমর্টেম করে লাশ পরিবারকে হস্তান্তর করে এবং দাফন করে ফেলে।
মহসিনের ফুফু ফরিদা বেগম জানান, মহসিন বারবার বলেছে সে মোবাইল চুরি করেনি মসজিদ কমিটির লোকেরা তাকে মোবাইলের জন্য চাপ দিতে থাকে ও মারার হুমকি দেয়। মহসিনকে কয়েকবার কাঁদতে দেখেছি, আমি বাসায় ছিলামনা, বাসায় এসে দেখি দরজা বন্ধ তারপর পুলিশে খবর দিলে দেখি আমার ভাতিজা ফাঁস দিয়েছে। আমরা খুনিদের দৃষ্টান্তমূলক ফাঁসি চাই।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে জানায়, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে।