সারাদেশ

সদরপুরে প্রিমিয়ার ক্রিকেট লীগ ফাইনাল অনুষ্ঠিত  

শিমুল তালুকদার:  সদরপুর থেকে
ফরিদপুরের সদরপুরে বাবুরচর প্রিমিয়ার ক্রিকেট লীগ ফাইনাল ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার বাবুরচর মাঠে অগ্রযাত্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে
সিজন ৬ মেগাফাইনাল টুর্নামেন্টে কারাল ফ্যামিলি ফাউন্ডেশন বনাম নগরকান্দা স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বীতা করে। ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সন টি-১০ ফরমেটে প্রথমে নগরকান্দা স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ১৫৬ রান করে অল আউট হয়। জবাবে  কারাল ফ্যামিলি ফাউন্ডেশন ১৫৭ রান করে জয় তুলে নেয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব) নাসির উদ্দীন কারাল, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, সদরপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃ মোতালেব হোসেন (খোকন), অগ্রণী ব্যাংক সদরপুর শাখার ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম হাওলাদার, এডভোকেট মাহাবুবুর রহমান দুলাল, বাবুরচর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমসহ অগ্রযাত্রা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা, অগণিত ক্রিকেটপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং