দশমিনায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উদযাপন

মো,জায়েদ হোসেন, দশমিনা পটুয়াখালী
পটুয়াখালীর দশমিনায় তারুণ্যের অংশগ্রহণমুলোক খেলাধুলার মানোন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে দশমিনা উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৬ এপ্রিল ) বেলা ১২ টার দিকে উপজেলার প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালি শপষে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসানের উপজেলার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ওয়াসিউজ্জমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মোঃ জাফর আহমেদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,বিআরডিবি কর্মকর্তা এস এম আরিফুল ইসলাম,পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আল-আমিন মোল্লা, আবু আব্দুল্লাহ, দশমিনা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জায়েদ হোসেন ,উপজেলা ছাত্রদল নেতা মোঃ আবুল বশার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ক্রিড়া ও সাংস্কৃতি ব্যক্তিবর্গরা।