সারাদেশ

রাস্তার দাবিতে মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ দেয় এলাকাবাসী 

মানিকগঞ্জ  প্রতিনিধি
 মানিকগঞ্জের সাটুরিয়ায় রাস্তার দাবিতে মধ্য গোলড়া এলাকাবাসী সকাল ১১ টায় মানববন্ধন ও পরে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।
গতকাল বুধবার (২৯ জানুয়ারী) দুপুর
ঢাকা-আরিচা মহাসড়ক তারাসিমা এ্যাপারেলস্ লিঃ ও পেয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড কনষ্ট্রাকশন লিঃ এর সামনে সকাল ১১টায় মানববন্ধন করেন মধ্য গোলড়ার এলাকাবাসী। পরে ১২ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান করে যান চলাচল বন্ধ করে দেয়।
জানা গেছে, প্রায় ১৭ বছর যাবত ঢাকা-আরিচা মহাসড়ক থেকে উপজেলার গোলড়া এলাকাবাসীর চলাচলের জন্য তারাসিমা এ্যাপারেলস্ লিঃ ও পেয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড কনষ্ট্রাকশন লিঃ এর মাঝ খান দিয়ে একটি রাস্তা ছিল। উক্ত রাস্তা টি পেলার ইঞ্জিনিয়ারিং এন্ড কনষ্ট্রাকশন লিঃ বাউন্ডারি করে রাস্তাটি বন্ধ করে দিয়েছে। ফলে শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগী ও স্থানীয়দের আসা-যাওয়া করতে চরম ভোগান্তিতে পড়তে হয়। ১ কিলোমিটার রাস্তায় জন্য এলাকাবাসীকে ৬ কিলোমিটার রাস্তা ঘুরে চলাচল করতে হয়।
ক‌য়েক ঘণ্টাব্যাপী এই অবরোধের ফলে সড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তির শিকার হয় মহাসড়‌কে চলাচলকারী যাত্রীরা।
সড়ক অবরোধ করা গ্রামবাসী আলী হোসেন জানায়, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের বাসিন্দাদের দীর্ঘ দিনের পুরোনো একটি সড়ক বন্ধ করে দিয়েছে তারাসিমা অ্যাপারেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামে ২টি কোম্পানি। প্রায় শত বছরের পুরানো সড়ক বন্ধ হওয়ায় তাদের চলাচলে বেশ সমস্যা হচ্ছে।
দুই কোম্পানির প্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও অবরোধকারীদের প্রতিনিধিদের মধ্যে দফায় দফায় আলোচনা চল‌ছে।  কোম্পানির প্রতিনিধিরা পুলিশ ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে তাদের সরানোর চেষ্টা করছে। কিন্তু তারা বলছেন, যতক্ষণ না সড়ক খুলে দেয়া হবে, ততক্ষণ তারা মহাসড়ক ছাড়বে না।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম জানায়,  ১২টা থেকে ঢাকা আরিচা মহাসড়কে গোলড়া গ্রামের মানুষ মহাসড়কে অবস্থান নেয়। এতে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। দুই পক্ষের সাথেই আলোচনা চলছে। আশা করি বিষয়টি দ্রুত সমাধান হবে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল চন্দ্র দাস বলেন, ঢাকা আরিচা মহাসড়কের নয়াডিঙ্গী ও গোলড়া বাসস্ট্যান্ডর মাঝামাঝি এলাকা থেকে গোলড়া গ্রামে যাতায়াতের মেঠো পথের সড়ক ছিল। পরে কোম্পানি ওই জমি কিনে নিয়ে ফ্যাক্টরি নির্মাণ করলে পায়ে হাঁটার রাস্তা বন্ধ হয়ে যায়। গোলড়া গ্রামের লোকজন পুরোনো সেই রাস্তা বহালের দাবিতে মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গ্রামবাসী কোম্পানি মালিকদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করার হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং