সারাদেশ

শ্যামনগর নকিপুর হরিচরণ সরকারি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে নিজস্ব মাঠে বুধ ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসাইন খাঁন, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কৃতি ফুটবলার শেখ জাবের হোসেন, শিক্ষক রনজিৎ কুমার বর্মন। ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, লম্বালাফ, উচ্চ লাফ, মোরগ লড়াই, গোলক নিক্ষেপ,চাকতি নিক্ষেপ, দড়ি লাফ, বিস্কুট দৌড়,চেয়ার সিটিং, ভারসাম্য দৌড়, সুচে সুতা পরানো, বালিশ বিতরণ, বর্শা নিক্ষেপ , যেমন খুশি তেমন সাজো, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্রীড়া  পরিচালনা করেন শরীরর্চ্চা শিক্ষক নিশিত কুমার রায় সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং