গাইবান্ধায় পশ্চিম কোমরনইতে ‘আনন্দ মেলা’ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল।

মোঃ ফুয়াদ রহমান,
২ ফেব্রুয়ারি ২০২৫: গাইবান্ধার সদর উপজেলার পশ্চিম কোমরনই (কদমতলি), খোলাহাটী এলাকার সচেতন জনগণের উদ্যোগে আজ একটি বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি স্থানীয় ০৫ নম্বর ওয়ার্ড, ০৯ নম্বর খোলাহাটী ইউনিয়নের আওতাধীন এলাকাবাসী দ্বারা আয়োজিত হয়। তারা “আনন্দ মেলা” নামে মাসব্যাপী চলমান যাত্রাপালা, অশ্লীল কার্যক্রম ও অবৈধ জুয়া (হাউজি) আসর বন্ধের জন্য প্রতিবাদ জানায়। বিক্ষোভ মিছিলটি সকাল ১০টায় শুরু হয় এবং মিছিলকারীরা স্লোগান তুলে এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা দাবি করেন, “আনন্দ মেলা”র আড়ালে চলা অশ্লীলতা ও জুয়ার আসরের কারণে এলাকায় সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে, যা স্থানীয় সমাজে অপরাধ ও বিশৃঙ্খলা বাড়াচ্ছে। মিছিল শেষে, অংশগ্রহণকারীরা স্থানীয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়ে, মেলার আড়ালে চলা এসব কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানান। এলাকাবাসী আশাবাদী যে, প্রশাসন তাদের দাবির প্রতি গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নেবে এবং স্থানীয় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখবে।