সারাদেশ

ফেনীতে সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উপহার পেয়েছে ৫শ শীতার্ত।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীতে স্বেচ্ছাসেবী সংগঠন সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের পক্ষ থেকে প্রায় ৫শ শীতার্তদের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার জেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের কনফারেন্স রুমে ফেনী পৌর এলাকার শীতার্তদের মাঝে এই উপহার তুলে দেন ফেনী সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সাইফুল ইসলাম চৌধুরী।এর আগে প্রতিনিধিদের মাধ্যমে গত এক সাপ্তাহে জেলার সকল উপজেলার ইউনিয়নে এই উপহার তুলে দেয়া হয়।
সৌদি আরবস্থ প্রবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক আবদুল বাতেনের সভাপতিত্বে ও সাংবাদিক এন এন জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সৌদি আরবস্থ প্রবাসি ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন রতন,ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম কায়সার এলিন,ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ,দৈনিক নয়া পয়গাম পত্রিকার সম্পাদক এনাম পাটোয়ারী ভূঁইয়া,ইউনাইটেড ট্রাষ্ট ফেনী জেলা কো-অর্ডিনেটর মুহাম্মদ ফয়সাল ভূঁইয়া,
উল্লেখ্য সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামটি ২০১৪সালে প্রতিষ্ঠিত হয়ে প্রতি বছর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।শীতকালের কোরআনের পাখি দের মাঝে কম্বল বিতরণ,এতিমখানায় কম্বল বিতরণসহ নগদ অর্থ বিতরণ,গৃহহীনদেরকে ঘর নিমার্ণ করে দেওয়া, ক্যান্সার সহ যাবতীয় বড় রোগে আক্রান্তদের মাঝে চিকিৎসা সামগ্রীসহ নগদ অর্থ প্রদান করা এবং পবিত্র রমজান মাসে অসহায় ও হতদরিদ্রদের মাঝে মাসিক খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করার কার্যক্রম চলমান রয়েছে।তারই ধারাবাহিকতায় ফেনী জেলায় এই বছর ৬ হাজার ইমাম ও মোয়াজ্জিন এর মাঝে শীতবস্ত্র বিতরণে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং