সারাদেশ

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায়  শিক্ষার্থী সহ আহত ৩, গ্রেফতার ১

জোবায়ের সোহাগ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় কাকিলাকুড়া মতিউর রহমান একাডেমী
স্কুলে হামলার ঘটনা ঘটেছে।
এতে গুরুতর আহত হয়েছেন  স্কুলের শিক্ষার্থী
জয়নাল হাসান সাকি (১৫), স্কুলের পরিচালক ও
স্থানীয় যুবদল নেতা মুস্তাফিজুর রহমান (৩৮) ও
মুসলিম বিল্লাহ (৩০) আহতদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ২৭ শে জানুয়ারি সোমবার বিকেল তিনটায় শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া
চৌরাস্তা বাজার সংলগ্ন কমান্ডার মতিউর রহমান
একাডেমিক স্কুল মাঠে।
এ ঘটনায় মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সোমবার রাতে হামলাকারী শাহজাহান মিয়াকে প্রধান আসামি করে ১৪ জন এজাহার নামীয় অজ্ঞাত ৮/১০ জন কে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী উপজেলার মাটিয়াকুড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে
অলিউল্লাহ রাসেল (২৩) কে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,
জমি সংক্রান্ত বিরোদের ধরে দীর্ঘদিন যাবত
কাকিলাকুড়া ইউনিয়নের কামারদহ গ্রামের
মতিউর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমানের সাথে একই গ্রামের আবু বক্করের ছেলে শাহজাহান মিয়ার বিরোধ চলে আসছিল।
আর এ বিরোধের জের ধরে সোমবার হামলার ঘটনা ঘটে।
আহত মুস্তাফিজুর রহমান বলেন,
সোমবার আনুমানিক বিকেল ৩ টার দিকে  পূর্বপরিকল্পিতভাবে শাজাহান মিয়ার নেতৃত্বে
জাকির, গোলাপ হোসেন, আবু বক্কর, কালামিয়া, রাসেল মিয়া, আঙ্গুরী বেগম, উসমান মিয়া সহ কতিপয় ভাড়াটে সন্ত্রাসীরা  সঙ্গবদ্ধ হয়ে আমার পরিচালনাধীন স্কুলে অতর্কিতভাবে হামলা চালায়।
দফায় দফায় দেশীয় অস্ত্র মহরা দেয় পুরো এলাকা জুড়ে। ছড়িয়ে পড়ে আতঙ্ক  তাদের হামলায় আমি সহ আমার স্কুলের এসএসসি পরীক্ষার্থী সাকি, মুসলিম বিল্লাহ সহ  তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করে।
অপরদিকে হামলায় অভিযুক্ত শাহজাহান মিয়ার
বৃদ্ধা মা নুরজাহান বেগম বলেন,
জমি নিয়ে আমাদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের
গতকাল তারা আমার ছেলেকে মেরে আহত করেছে। সেও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো রফিকুল ইসলাম বলেন,
এ ঘটনায় থানায় মামলা হয়েছে, অলিউল্লাহ রাসেল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে এ মামলার এজাহার নামীয় ২ নং আসামি।
তাকে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে
বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ( ওসি)
আনোয়ার জাহিদ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে বলেন,
এ ঘটনায় মুস্তাফিজুর রহমানের দায়ের কৃত এজাহারটি মামলা রেকর্ড করা হয়েছে ।
স্থানীয় জনতা রাসেল  নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এ ঘটনার অপরপক্ষ এখনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং