সারাদেশ

নবজাগরণ ফাউন্ডেশন এর ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা

হাসান আহমেদ।।

সম্পূর্ণ অলাভজনক, সামাজিক ও যুব সংগঠন হিসেবে শাহরাস্তি উপজেলায় সেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা পালনকারী “নবজাগরণ ফাউন্ডেশন” এর ২০২৫-২০২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে।
৩ জানুয়ারী (সোমবার) সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক মাওঃ আমিনুল ইসলাম এর স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ আহসান হাবিব, সহ-সভাপতি হিসেবে যথাক্রমে ইয়াকুব বিন খলিল, মুহাম্মদ ইউনুস মিয়াজি, আবদুল কাদের জিলানী, সাইফুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক হিসেবে তারেক আজিজ ও সহ-সাধারন সম্পাদক হিসেবে যথাক্রমে আলী আজম, মোঃ আক্তারুজ্জামান, শফিকুল ইসলাম ত্বোহা, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন মিয়া, কোষাধ্যক্ষ ইমন খান, সহ-কোষাধ্যক্ষ তানবীর হোসেন, দপ্তর সম্পাদক ইসমাঈল হোসেন, সহ-দপ্তর সম্পাদক রাসেল হোসেন, শিক্ষা সম্পাদক হিসেবে ওমর ফারুক মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, এইচআরডি সম্পাদক কে/জা, প্রচার সম্পাদক আরিয়ান খান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবদুর রহমান, ক্রীড়া সম্পাদক হিসেবে মেহেদী হাসান হৃদয় নির্বাচিত হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক মাওঃ আমিনুল ইসলাম বলেন, নবজাগরণ ফাউন্ডেশন এর বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় বর্তমান কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতিসহ সকল পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকলে নির্বাচিত হয়েছে।
কমিটির বিষয় নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ আহসান হাবিব জানান, নবজাগরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় ২০১৮ সালে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সামাজিক কাজে বিশেষ অবদান রেখে আসছে। বিশেষ করে করোনাকালীন সময়ে চিকিৎসা, খাদ্য, অক্সিজেন গ্যাস সংগ্রহ, মৃত ব্যক্তিকে দাফন করা ও সদ্য বণ্যায় খাদ্য সামগ্রিক বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ করেছে।
নবজাগরণ ফাউন্ডেশন সামনের দিনেও শাহরাস্তি উপজেলায় সামজিক বিভিন্ন কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে জানিয়েছেন নব নির্বাচিত সভাপতি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং