সারাদেশ

ব্যাংক ও আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে ওসি’র মতবিনিময় সভা

জাকির হোসেন, বেনাপোল,শার্শা:- পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে স্ব স্ব প্রতিষ্টানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ থানা এলাকায় নগদ অর্থ লেনদেন ও পরিবহনে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে থানার অফিসার ইনচার্জ(ওসি)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 বৃহস্পতিবার(৬ মার্চ) বেলা ১১ টার দিকে বেনাপোল পোট থানার কনফারেন্স কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয় বন্দর এলাকায় সকল ব্যবসা সংক্রান্ত বিষয়ে নগদ অর্থ লেনদেনে প্রয়োজনে পুলিশ স্কটের সহযোগীতা নেওয়া, স্ব স্ব প্রতিষ্টানে সিসি ক্যামরা সচল আছে কি না তা চেক করা, ধারনকৃত ভিডিও হাডডিস্কে সংরক্ষিত হচ্ছে কি না তা যাচাই করা, প্রতিষ্টানে আগত সন্দেহজন ব্যাক্তির প্রতি নজর রাখা, টাকা জাল কি না তা ভালোভাবে যাচাই করা, বিকাশ লেনদেনের ক্ষেএে সেবা গ্রহনকারী ব্যক্তির তথ্য যথাযথভাবে রেজিস্ট্রারে লিপিবদ্ব করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,