ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা রাব্বি

মোঃ হাবিবুর রহমান (হাজীগঞ্জ চাঁদপুর) চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকার হত্যা মামলার অন্যতম আসামি, নিষিদ্ধ সংগঠন চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ- সভাপতি ও হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- ২ (র্যাব)
(৬ মার্চ) বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে
তাকে ঢাকা হাজারীবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মেহেদী হাসান রাব্বি নেতৃত্বে ও প্রত্যক্ষ অংশগ্রহণে গত জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা করা হয়। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
গত ৪ আগস্ট বিকালে পৌরসভাধীন টোরাগড় এলাকায় সরকার বাড়ির সামনে আজাদ সরকারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।
এই ঘটনায় গত ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খুনের শিকার আজাদ সরকারের ছেলে পৌরসভাধীন ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আহমেদ কবির হিমেল সরকার। এই মামলায় ছাত্রলীগ নেতা রাব্বিসহ ১৫ জনের নাম উল্লেখ ও ২০/২৫জনকে অজ্ঞাত আসামি করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহযোগিতায় ঢাকা হাজারীবাগ থেকে হত্যা মামলার আসামি মেহেদী হাসান রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে।