সারাদেশ

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আহ্বান করলেন রফিকুল ইসলাম খান

জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ,রায়গঞ্জ উপজেলা ও সলংগা থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত ২৫ জানুয়ারি শনিবার জনসভায় প্রধান অতিথির ভাষণে জায়ামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা প্রয়োজনীয় সংস্কার শেষ করে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দ্রুত নিবার্চনের ব্যবস্থা করবেন।
তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে মানুষ ভোটাধিকার বিহীন ছিলো তারা পরপর তিনটি নিবার্চনে ভোট দিতে পারেনি। আওয়ামীলীগ সরকার ভোট জালিয়াতি করে, দিনের ভোট রাতে চুরি করে জনগণের অধিকার হরন করেছে। তিনি বলেন, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে শুধু মুসলমান না, অমুসলিমরাও সুখে শান্তিতে বাংলাদেশে থাকতে পারবে। ইসলাম কখনো কারো উপর কিছু জোর জুলুম করে চাপিয়ে দেয় না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের লক্ষ, লক্ষ তরুণ কর্মস্থানের সুযোগ পাবে, দেশে বেকারত্ব থাকবে না।
এছাড়াও,জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর জননেতা শাহিনুর আলম, অধ্যাপক মো.জাহিদুল ইসলাম, সেক্রেটারি সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামী। উক্ত জনসভায় সভাপতির দায়িত্ব পালন করেন মো. আলী মর্তুজা, আমীর রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং