লোহাগাড়ায় ৪ রাউন্ড কার্তুজসহ আটক- ১

বেলাল উদ্দিন লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ৪ রাউন্ড কার্তুজসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ
২৯ জানুয়ারি বুধবার গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমানের নির্দেশনায় এস আই শরিফুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি বিশেষ টিম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে থানার সন্নিকটে হোটেল হাইওয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়, এ সময় তার কাছ থেকে ২ রাউন্ড বার বোর রাবার কার্তুজ উদ্বার করা হয়। আটক মোহাম্মদ আলমগীর হোসেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জমিদার পাড়ার মৃত নুরুল গনির পুত্র। পরে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তির ভিত্তিতে সদর ইউনিয়নের রশিদার পাড়াস্থ আব্দুস শুকুরের মালিকানাধীন তার ভাড়া বাসা থেকে আরও ২ রাউন্ড লিডবল কার্তুজসহ মোট ৪ রাউন্ড কার্তুজ উদ্বার করা হয়।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামে একজনকে ৪ রাউন্ড কার্তুজসহ আটক করি, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রজ্জু করা হয়েছে, বৃহস্পতিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।