ফেনীর পরশুরামে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
স্থানীয় পর্যায়ে রাজনৈতিক,ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন ও শান্তি-সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে ফেনীর পরশুরাম উপজেলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পরশুরাম উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের উপজেলা কমিটির সভাপতি ইউছুফ বকুল।পিএফজির উপজেলা কো-অর্ডিনেটর ও পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ ও ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম।আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক,পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার,পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল,পৌর যুবদলের আহ্বায়ক মোস্তফা খোকন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির,যুগ্ম আহবায়ক আবুল খায়ের লিটন,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিসফাকুস সামাদ রনি,যুগ্ম আহবায়ক নুরুল আবছার চৌধুরী কমল,আদিল মজুমদার,শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি এনামুল কাউছার, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ইউসুফ আলী,উপজেলা ইসলামী আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম,উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আল বারী,শ্রী শ্রী মা মাতঙ্গী দেবী মন্দির কমিটির সভাপতি স্বপন কান্তি সাহা,জেলা জাসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোশনা আক্তার,মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কাউন্সিলের উপজেলা সভাপতি মতিউর রহমান, সুজনের সদস্য সবির আহমেদ ফোরকান,নারী উদ্যোক্তা চুমকি কর্মকার ও পরশুরাম প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন প্রমুখ।সভায় আগামী মাসে বুনিয়াদি প্রশিক্ষণের তারিখ নির্ধারণ,আন্ত:ধর্মীয় সংলাপ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।এজন্য শামসুল আলম শাকিলকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়।দি হাঙ্গার প্রজেক্ট(টিএইচপি)বাংলাদেশ চ্যাপ্টারের পিস বিল্ডিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পরশুরাম উপজেলার সকল বৈধ ও নিবন্ধিত রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে একটি বহুদলীয় প্লাটফর্ম‘পিস ফেসিলিট্যাটর গ্রুপ (পিএফজি) কাজ করছে।