কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠিত
মোঃ মনিরুজ্জামান অনিকঃ বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ
”বন্ধু চল ঐ ঘাসে, রাখবো হাত তোর কাঁধে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৯ ই জুন রোজ সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।উক্ত পুনর্মিলনীর বাস্তবায়নের জন্য অত্র বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় । আবহাওয়ার তাপমাত্রা বেশি থাকার কারণে অনুষ্ঠানটির কার্যক্রম কিছুটা ব্যহত হলেও থেমে থাকেনি কার্যক্রম ।
কোরআন তেলাওয়াত,গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন,প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, ফটোসেশন, দুপুরের খাবার বিতরণ, খেলাধুলা,কুইজ ও পারফরম্যান্সসহ প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে নানাবিধ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে।
কালমেঘ৷ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব মোঃআব্দুল্লাহিল বাকি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ । এ সময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ছাত্র শিবিরে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ সিগবাতুল্লাহ, উপজেলা জামাতের আমির রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, কালমেঘ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রাক্তন ছাত্র আবু সাঈদ, ঠাকুরগাঁও সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও প্রাক্তন ছাত্র আতাউস সামাদ সহ অত্র প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ বলেন -শিক্ষার মান সুনিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের চেয়ে শিক্ষক শিক্ষিকাদের শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হতে হবে, তাদের অনুপ্রেরণার দিয়ে বড় বড় আশা দেখাতে হবে। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের সম্মিলিত চেষ্টা করতে হবে।শুধুমাত্র অধ্যক্ষ্যের উপর সকল দায়ভার চাপিয়ে দিলে হবে না।নিজ নিজ দায়িত্ব নিষ্টার সাথে পালন করতে হবে।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার মান উন্নয়নে এই শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন ।
সভাপতির বক্তব্যে আব্দুল্লাহিল বাকি বলেন -শিক্ষার মান ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। একাডেমিক ভবন সংকট সমাধানে নির্বাহী অফিসারের দৃষ্টিগোচার করেন।উক্ত সমস্যার তাৎক্ষনিক সমাধানে স্কুলের পাশেই অন্য দপ্তরের একটি সরকারি ভবন পরে থাকায় যদি শিক্ষার জন্য প্রয়য়োজন হয় তাহলে এই ভবনটি ব্যহহারেরও আশ্বাস দেন প্রধান অতিথি।
কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফল করতে প্রাক্তন শিক্ষার্থী,বর্তমান শিক্ষার্থী, স্কুল এবং কলেজের শিক্ষক শিক্ষিকা মহোদয় সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীর উপস্থিত ছিলেন।
পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজক কমিটি জানায়,আমরা অল্প সময়ের মধ্যে এই অনুষ্ঠানটির আয়োজন করেছি।যেহেতু প্রথমবার তাই ভূল ত্রুটি হতেই পারে।আমরা ক্ষমা প্রার্থী। তবে আগামীতে আমরা বৃহৎ পরিসরে আয়োজন করবো সকলকে আবারো এক করার জন্য।উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকারা বর্তমান শিক্ষার্থীদের নানা অনুপ্রেরণামূলক কথা বলেন।