ছাতকে উপজেলা নির্বাহী অফিসার’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি: ছাতকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক তরিকুল ইসলামের আমন্ত্রণে ৩০ জুন রোববার দুপুরে পৌর কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সাম্প্রতিককালে ছাতকে হলুদ সাংবাদিকদের অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় গভীর ক্ষোভ ও উদ্ধেগ প্রকাশ করা হয়। বক্তারা অভিমত প্রকাশ করে বলেন, কতিপয় সাংবাদিক নামধারী ব্যাক্তি চাঁদাবাজি, চাপাবাজী, স্মাগলিং, বাটপারি, দালালীসহ ইত্যাদি অপকর্মে লিপ্ত হয়ে পড়েছে। এমনকি বিভিন্ন অফিসের কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তি বিশেষকে ব্যাল্কমেইল করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। চালাচ্ছে প্রশাসনকে ব্যবহারের অপচেষ্ঠা।পরিবেশ করে তুলেছে কলুষিত। যা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সুস্হ সাংবাদিকতার অন্তরায়। হলুদ সাংবাদিকদের এসব অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সোচ্চার ও তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে বক্তারা ঐক্যমত পোষণ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম সহমত পোষণ করে বলেন, ঐতিহ্যবাহী ছাতকের সুস্থ সাংবাদিকতার বিকাশে সবাইকে ঐক্যবদ্বভাবে প্রচেষ্ঠা চালাতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনু্ষ্ঠিত গুরুত্বপূর্ণ এ মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, সহ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আজির, ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, নির্বাহী সদস্য রাজ উদ্দিন, হামিদুর রহমান বাবলু, সদস্য তমাল পোদ্দার, জাহাঙ্গীর আলম চৌধুরী, আমীর আলী, সেলিম মাহবুব, সুজন তালুকদার, সাংবাদিক জামিল, অনলাইন প্রেসক্লাবের মোশারফ হোসেন, নাজমুল হাসান জুয়েল, সমন্বয়ক জুবায়ের মাহবুবসহ প্রমুখ উপস্থিত ছিলেন।