ফরিদগঞ্জে বিএনপির উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও আলোচনাসভা অনুষ্ঠিত

মোঃ সোহেল রানা:
ফরিদগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহার পরবর্তী ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) বিকাল ৪ টায় উপজেলার ১৫ নং রুপসা(উঃ) ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের ঘোড়াশালা মাদ্রাসা মাঠে দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতিতে ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড বিএনপির সভাপতি মমিন হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য নফর আলী মুন্সী, আমির হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য দেলোয়ার হোসেন জুয়েল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান তপাদার, সাধারন সম্পাদক খোরশেদ আলম, যুগ্ন সাধারন সম্পাদক হাবিবির রহমান রিপন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন,দীর্ঘ ১৫ পর আজ আমরা একটি সুন্দর ঈদ পরবর্তী অনুষ্ঠান করতে পারছি তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। কোনো প্রকার চাঁদাবাজদের সাথে বিএনপির সম্পর্ক নেই। যারা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করবে তাদেরকে বয়কট করুন। বিএনপির দলীয় নির্দেশনা মেনে সবাইকে কাজ করার আহবান জানাই। ৫ই আগষ্টের আন্দোলনে রাজপথে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি রাজনৈতিক আন্দোলন ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা হয়।