ফেনীর সোনাগাজীতে আন্তঃজেলা ডাকাত সদস্য ফরিদ গ্রেফতার।

ফেনীর সোনাগাজীতে আন্তঃজেলা ডাকাত সদস্য ফরিদ গ্রেফতার।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজীতে আন্তঃজেলা ডাকাত সদস্য ফরিদ গ্রেফতার।সোনাগাজীতে দুর্ধর্ষ ডাকাত শেখ ফরিদ গ্রেফতার।১৪ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত শেখ ফরিদ(৪০)কে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।৭ এপ্রিল সন্ধ্যায় সোনাগাজী চরচান্দিয়া ইউনিয়নের সাঈদপুর সাহেবের ঘাট ব্রীজ সংলগ্ন চা দোকান থেকে শেখ ফরিদ কে গ্রেফতার করে পুলিশ।তার বিরুদ্ধে গাড়ি চুরি,ডাকাতি ও বিস্ফোরক দ্রব্য আইনে ফেনী এবং নোয়াখালীর বিভিন্ন থানায় ১৪টি মামলা ও ৬ টি ওয়ারেন্ট রয়েছে।গ্রেফতার কৃত শেখ ফরিদ ফেনী জেলা সোনাগাজী উপজেলা চরচান্দিয়া গ্রামের মোহাম্মদ মোস্তফা(উলানি মোস্তফা) ও জহুরা খাতুনের পুত্র।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২