উপজেলা বিএনপির সভাপতির সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

স্টাফ রিপোর্টার
যশোরের চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালামের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সিংহঝুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার বাদ আসর চৌগাছা বাজারে এই দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মুজিদ, সাধারণ সম্পাদক শুকুর আলী, সহ সভাপতি শফিকুল ইসলাম, বিএনপি নেতা জালাল উদ্দিন দুলাল, নজরুল ইসলাম মেম্বর, মেহেদী হাসান টিপু, রেজাউল ইসলাম, ইউনুচ আলী, আলমগীর হোসেন, জাকির হোসেন, আবুল কালামসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল আলিম।