জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রতিনিধি
জামালপুর
জামালপুরে মুজিব বাহিনীর ব্যানারে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের মিছিলের প্রতিবাদে শহরের দয়াময়ী চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ, রোববার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টা থেকে শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দয়াময়ী মোড়ে আসে তারা। পরে চত্বরে অবস্থান নিয়ে আন্দোলন করে তারা।
সড়ক অবরোধ করে ফুটবল ও লুডু খেলাও করতে দেখা যায় শিক্ষার্থীদের। এছাড়া টায়ারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, জামালপুর ৫ আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের ব্যানারে বিভিন্ন স্থানে মিছিল করে। এর প্রতিবাদে আজ শহরের দয়াময়ী চত্বর অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা। রাঘব বোয়ালদের গ্রেফতার না করাসহ আসামিদের দ্রুত জামিনের প্রতিবাদ জানায় তারা।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাসহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, বিভিন্ন সময় আমরা দেখেছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করছে, দুই দিন আগেও দিনের বেলায় আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে। এর দায় প্রশাসনকেই নিতে হবে। এছাড়া রাঘব বোয়ালদের আটক না করে চুনোপুঁটি গ্রেফতার করছে। তাদের আবার জামিনেও ছেড়ে দেওয়া হচ্ছে। এই দায় প্রশাসনকেই নিতে হবে। আমরা ফ্যাসিস্টদের ছাড় দেবো না।
পুলিশ শিক্ষার্থীদের সাথে কথা বলে সড়ক থেকে সড়িয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম. আব্দুল্লাহ-বিন-রশিদ। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে আলোচনা করে অবরোধ স্থগিত করেন।
এই সম্পর্কে জানতে চাইলে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের যেসব বিষয় অভিযোগ করেছে সবটুকু যৌক্তিক বলে আমি মনে করি।
আগামী কাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অনুমতিক্রমে আলোচনা সভা করবো।।