সারাদেশ

নওগাঁয় আন্তঃউপজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় রোড ডাকাতির সাথে জড়িত আন্তঃউপজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার বিকালে অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়ন এলাকা থেকে আটক করা হয়।
বুধবার সন্ধ্যায় এ তথ্য জানান, পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা। আটক ডাকাত সদস্য হলেন গোমস্তাপুর উপজেলার এনায়েতপুর বংপুর গ্রামের আবু সাইদ এর ছেলে লিটন (২৪)।
থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, গত ৩০ ডিসেম্বর রাতে সরাইগাছি-আড্ডা রোডের তেঁতুলিয়া কাঁঠালতলা নামক স্থানে একটি ডাকাতদল রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এরকম একটি খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজন ডাকাত সদস্যকে আটক করে।
পরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃত ডাকাদের দেওয়া তথ্য মতে সোর্স মারফত খবর পেয়ে গোমস্তাপুর উপজেলার এনায়েতপুর এলাকায় তার নেতৃত্বে এসআই ইকবালসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে লিটন নামে ওই ডাকাত সদস্যকে আটক করে নিয়ে আসা হয়।
বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে রোড ডাকাতি রোধ ও মাদক প্রতিরোধে এ উপজেলায় পুলিশি অভিযান অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং