নোয়াখালী কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি সোহাগ সাধারণ সম্পাদক নাবিল।

ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের ৮৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোঃ রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন করা হয়।
জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটির সভাপতি মনোনীত করা হয় রাশেদুল ইসলাম সোহাগ কে এবং সাধারণ সম্পাদক করা হয় সাফরাতুল ইসলাম নাবিল কে। এছাড়াও সিনিয়র সহ সভাপতি করা হয় মূর্শিদুর রহমান রায়হান ও সাংগঠনিক সম্পাদক করা হয় আব্দুল কাইয়ুম রিয়াজ কে।
উল্লেখ্য, ৯০ এর গণ অভ্যুত্থান ২৪ এর জুলাই বিপ্লব সহ বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং জেলার রাজনীতিতে নোয়াখালী সরকারি কলেজের ছাত্র সংগঠন গুলোর নেতৃত্বের ব্যাপক ভূমিকা রয়েছে। ভবিষ্যতেও তারা যে কোন আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদের পক্ষে কাজ করে যাবেন বলে জানান।