সারাদেশ

পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক জাকির হোসেন ও সদস্য সচিব গোলাম রহমান

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালী প্রেসক্লাবের ২০২৫ সালের এক বছর মেয়াদি ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক ইনকিলাব এর পটুয়াখালী জেলা প্রতিনিধি সাবেক সভাপতি এ্যাডভোকেট মোঃ জাকির হোসেনকে আহবায়ক এবং দৈনিক আমার দেশ এর প্রতিনিধি অধ্যাপক মোঃ গোলাম রহমানকে সদস্য সচিব ঘোষণা করা হয়। ৩১ ডিসেম্বর মঙ্গলবার রাতে ড. আতহার উদ্দিন মিলনায়তনে এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও সদস্য হিসেবে উক্ত কমিটিতে যারা রয়েছেন, দৈনিক গণদাবীর সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া,ডেইলি স্টার এর প্রতিনিধি এ্যাডভোকেট মোঃ সোহরাব হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদ এর জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন এবং মাই টিভি/ আমার সংবাদ এর জেলা প্রতিনিধি মোঃ মশিউর রহমান বাবলু।

এদিকে পটুয়াখালী প্রেসক্লাবের নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সকল সদস্যদের সহযোগিতা ও ভালবাসা নিয়ে প্রেসক্লাবকে এগিয়ে নিতে চান সামনের দিকে।

এসময় পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজীবন সদস্য অতুল চন্দ্র দাস, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত,সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি কাজল বরণ দাস সহ পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং