সারাদেশ

পাইকগাছায় চোরাই মাল’সহ চোর আটক-২

এম জালাল উদ্দীন:পাইকগাছা 

পাইকগাছায় চোরাই মালামালসহ দুই চোরকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কাশিম নগর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে, মামলা নং ১৭। এছাড়াও আটককৃতদের রবিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীরামপুর গ্রামের ভোলাগাজীর ছেলে আসলাম গাজী(২৪) ও নাছিরপুর গ্রামের নুরুজ্জামান মোড়লের ছেলে রনি মোড়ল(২২) মসজিদের ব্যাটারী চুরি পূর্বক বিক্রি করার সময় হাতেনাতে আটক করেছে থানা পুলিশ।

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, শনিবার সন্ধ্যার দিকে দুইজন চোর মসজিদের ব্যাটারী চুরি পূর্বক বিক্রয়ের সময় মালামালসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পাশাপাশি পূর্বে তাদের বিরুদ্ধে থানায় চুরির একাধিক মামলা রয়েছে। এবং রবিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং