প্রতিভা এডাস স্কুলের বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ

মেহেদী হাসান শিপলু – স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছা প্রতিভা এডাস স্কুলের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার সকালে চৌগাছা থানাপাড়ায় অবস্থিত বিদ্যালয় অঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিভা এডাস স্কুলের পরিচালক সাংবাদিক মুকুরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা শাহাদৎ হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর সাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু, আমজামতলা মডেল কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম শহিদ, আইপি পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী, তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় সংসদের নেতা টিপু সুলতান, আন্দুলিয়া দাখিল মাদ্রসার সিনিয়র শিক্ষক কবি ও সাংবাদিক খলিলুর রহমান জুয়েল, সাংবাদিক মেহেদী হাসান শিপলু, অভিভাবক আনোয়ারুল ইকবাল, কবির হোসেন, জেসমিন আক্তার, শিক্ষক আব্দুল মাজিদ, শফিকুল ইসলাম, রাজিব হাসান, শিক্ষার্থী মার্জিয়া মারিয়া, আতিক শাহারিয়ার প্রমুখ।
আলোচনা শেষে ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ এবং নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।