সারাদেশ

ফেনীর ফুলগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ফুলগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়।ফেনীর ফুলগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় মধ্যরাতে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করেন।ফেনীর ফুলগাজী উপজেলা জিএমহাট ইউনিয়নের সলিয়ার ঘাট এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় মধ্যরাতে যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও ফুলগাজী উপজেলা প্রশাসন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতার জানান,বৃহস্পতিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর শুনে ঘটনাস্থল থেকে অপরাধীরা পালিয়ে যায়।এই সময় স্কেভেটরটি বিকল করে দেয়া হয়।জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং