ফেনীর ফুলগাজীর আনন্দপুরে আল ফাতিহা মাদ্রাসা ও এতিমখানায় সবক প্রদান।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের মাইজগ্রাম গ্রামে অবস্থিত আল ফাতিহা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে অতিথি থেকে সবক প্রদান করেন আল আমিন হজ্ব কাফেলা ফেনীর পরিচালক আলহাজ্ব মাওলানা নুহুল আমিন।আল ফাতিহা মাদ্রাসা ও এতিমখানার সদস্য মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ফারুক আহম্মদ আজাদ।মাইজগ্রাম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি ও আল ফাতিহা মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তৈয়ব।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান,ভিশন গ্রুপের চেয়ারম্যান আবদুল আজিজ,মিডক্স ফার্মার এম.ডি ইঞ্জিনিয়ার দাউদুল ইসলাম,ডিরেক্টর ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম,ডিরেক্টর ওমর ফারুক ও ডিরেক্টর পারভেজ হায়দার।অনুষ্ঠানে বক্তব্য রাখেন,আল ফাতিহা মাদ্রাসা ও এতিমখানায় মোহতামিম হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম,মাইজগ্রাম জামে মসজিদের খতিব মাওলানা মোমিনুল হক,মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আবুল বশর,সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও অর্থ সম্পাদক আবদুর রহিম মুন্সি।সবক প্রদান পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,প্রতিটি ভালো কাজের জন্য প্রত্যেক বান্দা মৃত্যুর পর সওয়াব পেতে থাকবে তাই মসজিদ,মাদরাসাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান গড়তে সমাজের প্রত্যক মানুষকে এগিয়ে আসতে হবে।শেষে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সকলের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।