সারাদেশ

ফেনী জেলা প্রশাসকের কাছে ১৯ দফা দাবি পেশ করেছে জনতার অধিকার পার্টি।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী জেলা প্রশাসকের কাছে ১৯ দফা দাবি পেশ করেছে জনতার অধিকার পার্টি,ফেনী জেলা কমিটির নেতৃবৃন্দ।রোববার জেলা-প্রশাসকের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এসব দাবি জানানো হয়।ফেনীর যানজট নিরসন,সরকারি বরাদ্দের সুষম বন্টন,অবৈধ স্থাপনা উচ্ছেদ,হকারদের পুনর্বাসন,শিক্ষার্থীদের যাবতীয় খরচ কমানো,মহিপালে টার্মিনাল নির্মান ও বাস কাউন্টার স্থানান্তরসহ ১৯ দফা দাবি পেশ করেন পিআরপির জেলা সভাপতি নুরের জামান ও সহ সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।জেলাপ্রশাসক সাইফুল ইসলাম বলেন,যৌক্তিক এসব দাবি বাস্তবায়নে প্রশাসনের সদিচ্ছা রয়েছে তবে জেলার সর্বস্তরের মানুষের সহযোগীতা দরকার।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং