ফেনী জেলা প্রশাসকের কাছে ১৯ দফা দাবি পেশ করেছে জনতার অধিকার পার্টি।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী জেলা প্রশাসকের কাছে ১৯ দফা দাবি পেশ করেছে জনতার অধিকার পার্টি,ফেনী জেলা কমিটির নেতৃবৃন্দ।রোববার জেলা-প্রশাসকের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এসব দাবি জানানো হয়।ফেনীর যানজট নিরসন,সরকারি বরাদ্দের সুষম বন্টন,অবৈধ স্থাপনা উচ্ছেদ,হকারদের পুনর্বাসন,শিক্ষার্থীদের যাবতীয় খরচ কমানো,মহিপালে টার্মিনাল নির্মান ও বাস কাউন্টার স্থানান্তরসহ ১৯ দফা দাবি পেশ করেন পিআরপির জেলা সভাপতি নুরের জামান ও সহ সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।জেলাপ্রশাসক সাইফুল ইসলাম বলেন,যৌক্তিক এসব দাবি বাস্তবায়নে প্রশাসনের সদিচ্ছা রয়েছে তবে জেলার সর্বস্তরের মানুষের সহযোগীতা দরকার।