সারাদেশ

মাদারীপুর সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ 

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে শহরের ডেলিসিয়াস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের যাত্রা শুরু হয়।
মাদারীপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটিতে ডেইলি এশিয়ান এইজ এর মাদারীপুর জেলা প্রতিনিধি সাব্বির হোসাইন আজিজকে আহ্বায়ক ও দৈনিক সংবাদ ও আজকের বসুন্ধরা প্রতিনিধি আশরাফুর রহমান হাকিমকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটি আগামী ৪৫ দিনের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন মাদারীপুর সাংবাদিক ইউনিয়নের আইন উপদেষ্টা এ্যাড.মোহাম্মদ শাহাদাত হোসেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, বাংলাভিশন ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন মুফতি, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, সোনালী কন্ঠের প্রতিনিধি মোঃ জসিম মিয়া,একুশে টিভি ও দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি রকিবুজ্জামান, আজকের দর্পনের প্রতিনিধি মীর ইমরান, দৈনিক সমাবেশ পত্রিকার প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক বর্তমান দেশবাংলার প্রতিনিধি কাজল খান, সোনালী খবরের প্রতিনিধি মাহফুজ খান, চ্যানেল এস এর প্রতিনিধি ইব্রাহীম সবুজ,বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি কাজী নাফিস ফুয়াদ,আজকের বসুন্ধরার প্রতিনিধি সাইদুর রহমান শওকত,ডেইলি কান্ট্রি টুডের প্রতিনিধি মিজানুর রহমান,মোঃ ইকবাল হোসেন,ফেরদাউস রাজীব, আকাশ আহমেদ সোহেল প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সাংবাদিকতার নিয়মনীতি মেনে সাংবাদিকতা করতে হবে। নিজেদেরকে বর্তমান সময়ের সাথে আধুনিক করে তুলতে হবে। সমসাময়িক ঘটনাগুলোর পাশাপাশি মাদারীপুরের সম্ভাবনা ও সাফল্যের সংবাদগুলো আমাদের লেখনির মাধ্যমে তুলে আনতে হবে।
সমাজের দূর্নীতি, অপরাধ, সম্ভাবনা ও সাফল্য আমাদের কলমের মাধ্যমে তুলে ধরতে হবে। নিজেদের আদর্শ বিচ্যুতি হয় এমন কোন কাজ করা যাবে না।
নতুন এ সংগঠন মাদারীপুরে সকলের কাছে প্রশংসার জায়গা করে নিবে বলে সকলে আশা প্রকাশ করেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং