সারাদেশ

মৌলভীবাজার অশ্লীলতা দমনে অদকের ১২ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন 

রাজন হোসেন তৌফিকুল , মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের অশ্লীলতা দমন কমিটি  ১২ দফা দাবি নিয়ে   ( ২৯) ডিসেম্বর মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দকে নিয়ে শহরের একটি খাবার হোটেলের হলরুমে সংবাদ সম্মেলন আয়োজন করেন। সংবাদ সম্মেলনের মৌলভীবাজার অশ্লীলতা দমন কমিটির সভাপতি মুফতি তাফাজ্জুল ইসলাম ও সাধারন সম্পাদক আব্দুল মুকিত তালুকদার সহ কমিটি নেত্রীবৃন্দ ছিলেন । সভাপতি মুফতি তাফাজ্জুল ইসলাম মৌলভীবাজারের সামাজিক অশ্লীলতা নিয়ে  মৌলভীবাজার প্রেসক্লাবের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের সামনে ১২ দফা দাবি তুলে ধরেন ।
দফা -১: উরুসের নামে বিভিন্ন মাজারে গান- বাজনা, উচ্চ শব্দের মাইক ব্যবহার করে নর্তকী ভাড়া করে গান গাওয়ানো সহ সকল অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।
দফা-২: শহরে এবং শহরের বাহিরে অবস্থিত পার্ক, রিসোর্ট ও দর্শনীয় স্থানে সকল প্রকার অশ্লীলতা ও অসামাজিক কর্মকান্ড বন্ধ করতে হবে।
দফা-৩: শহরের ভিতরে যেসব আবাসিক হোটেল ও রেস্তোরাঁ রয়েছে সেগুলোতে ঝটিকা অভিযান করে অনৈতিক কাজ বন্ধ করতে হবে।
 দফা-৪: ট্রান্স জেন্ডার, সমকামীতা, লীভ টুগেদার ইত্যাদি অশ্লীল ও অনৈতিক কর্মকান্ড আইন করে নিষিদ্ধ করতে হবে।
দফা-৫: সকল প্রকার অশ্লীল বিল বোর্ড, পোস্টার ও অশ্লীল বিজ্ঞাপন অপসারণ করতে হবে।
 দফা-৬: বিভিন্ন দিবসকে উপলক্ষ্য করে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে মেলা বসিয়ে জুয়ার আসর। মদ-গাঁজা সেবন করা এবং অশ্লীল গান ও নৃত্য করা বন্ধ করতে হবে।
 দফা-৭: স্কুল-কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড অপ সংস্কৃতি ও প্রেম ভালোবাসার নামে সকল প্রকার বেহায়াপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
দফা-৮: অশ্লীল বইপত্র, ম্যাগাজিন, ফেস্টুন, প্লে-কার্ড ইত্যাদি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
দফা-৯: ‘সিনেমা, নাটক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটুব, টিকটকে কন্টেন্ট ক্রিয়েশন এবং বিনোদনের নামে তৈরী করা যৌন সুড়সুড়ি মূলক অসামাজিক ভিডিও ধারণ এবং প্রচারনা বন্ধ করতে হবে।
 দফা-১০: দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সকল- প্রকার অশ্লীল পর্নোগ্রাফী সাইট স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
 দফা-১১: সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় মূলবোধ ও নৈতিক উৎকর্ষ সাধনে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
দফা-১২: প্রশাসনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যাত্রাগান সহ সকল অশ্লীল আয়োজনের অনুমোদন প্রদান বন্ধ করতে হবে। মুফতি তাফাজ্জল ইসলাম আরাবী সভাপতি টি-অদক আব্দুল মুকিত তা সেক্রেটারী
এই সময়
এর সময় ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদ , সাধারন সম্পাদক নুরুল ইসলাম শেফুল , সহ মৌলভীবাজার প্রেসক্লাবের  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া নেত্রীবৃন্দ ছিলেন ।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং