সারাদেশ

রাখালগাছি ইউপি’এর  দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ ইলিয়াস খান

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন  পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ ইলিয়াস খান।
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১২ টায় দীর্ঘ চার মাসের অধিক সময় পর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মোঃ ইলিয়াস খান।
ইউপি সচিব চিরঞ্জিত বিশ্বাসের সঞ্চালনায় বাগেরহাট জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মিজানুর মাহমুদ রাজন, সদর উপজেলা বিএনপি’র সদস্য শেখ সাইফুজ্জামান বাবু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম ফকির, বিএনপি নেতা ও সমাজ সেবক হাসান আল মামুন বাপ্পি, রাখালগাছি ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি শেখ মোস্তফা হায়দার ইলিয়াস, জামায়াত ইসলামের সেক্রেটারি মাসুম বিল্লাহ, ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি শেখ আরিফ বিল্লাহ সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের জনপ্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই অধিকাংশ ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা  গাঁ ঢাকা দিয়েছেন। এতে কার্যত অচল হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদের সকল প্রকার নাগরিক সেবা। জনপ্রতিনিধিরা আত্মগোপনে    থাকায় ট্রেড লাইসেন্স, ওয়ারিশকাম সনদ, জন্ম ও নিবন্ধন সনদ, চারিত্রিক সনদ সহ বিভিন্ন প্রকার সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় নাগরিকেরা।
তার দায়িত্বভার গ্রহণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের কাঙ্ক্ষিত নাগরিক সেবাসমূহের কার্যক্রম স্বাভাবিক হবে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেন।
এ ব্যাপারে নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াস খানের কাছে  জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন, ইউনিয়ন পরিষদের  সকল প্রকার সেবা প্রদানের ক্ষেত্রে সরকারি ফিস ছাড়া অতিরিক্ত কোন অর্থ নেওয়া হবে না এবং ইউনিয়ন পরিষদের সকল প্রকার সেবা  সকলের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজনৈতিক নেতাকর্মী ও ইউনিয়নবাসীর কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।
এর আগে গত ৯ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদের জনসেবাসহ সাধারণ কার্যক্রম নিশ্চিতকরণের লক্ষ্যে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য মোঃ ইলিয়াস খানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং