সারাদেশ

রায়পুর বাজার ব্যবসায়ী ফেডারেশনের মতবিনিময় 

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে সম্প্রতি আত্মপ্রকাশ করেছে ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন রায়পুর বাজার ব্যবসায়ী ফেডারেশন।

গতকাল বুধবার (১লা জানুয়ারি) বাদ মাগরিব ব্যবসায়ীদের সুখ-দুঃখের অংশীদার হয়ে সংগঠনের রায়পুরস্থ অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে সংগঠনটির বিষয়ে জানান দেন, আহ্বায়ক ও উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দ।

 

আহ্বায়ক কমিটিতে মোঃ সাইফুল ইসলাম মুরাদ পাটোয়ারীকে আহবায়ক ও মোরশেদ আলম, মোঃ রিয়াজ হোসেন, রাশেদ আলম জাকির হোসেন সোহেল, মোঃ হেলাল উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম, কাউছার হোসেন (টিপু), সঞ্জীব মজুমদার ও মাসুদ আলমকে যুগ্ম আহ্বায়ক এবং জহিরুল ইসলাম জহিরকে সদস্য সচিব ঘোষণা করা হয়।

উপদেষ্টা কমিটিতে রয়েছেন, আলহাজ্ব আলী হায়দার বেল্লাল পাটোয়ারী, এবিএম জিলানী, হাফিজ উল্যা মিয়া, রুহুল আমিন ভূঁইয়া, শহিদ উল্যা, মাঈন উদ্দিন মাহিন ভূঁইয়া ও শামছুল আলম রিজু।

 

অনুষ্ঠানে বক্তারা ব্যবসায়ীদের এ সংগঠনটিকে ব্যবসায়ীদের কল্যান ট্রাস্ট হিসেবে রুপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং