সারাদেশ

লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জেরে রাতে আধাঁরে কলেজ শিক্ষকের জলাশয়ে বিষ প্রয়োগ

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
রবিন হোসেন তাসকিন
লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জেরে রাতে আধাঁরে এক কলেজ শিক্ষকের ফিশারির জলাশয়ে বিষ প্রয়োগ করে ১০ থেকে ১২ লক্ষ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতের যে কোনো সময় সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের খালেদ মোহাম্মদ আলীর গ্রাম-বাংলা ফিশারিজের একটি জলাশয়ে,বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা ।
ক্ষতিগ্রস্ত কলেজ শিক্ষক চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রী কলেজের সমাজবিজ্ঞানের প্রভাষক ও গ্রাম-বাংলা ফিশারিজের মালিক।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহব্বত, ও ইউপি সদস্য মানিক হাওলাদার।
জানা যায়, খালেদ মোহাম্মদ আলী তার নিজ বাড়ির পার্শ্ববর্তী প্রায় ৮ একর জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেছেন।
 বৃহস্পতিবার  রাতের কোনো এক সময় তার ৩ একরের একটি জলাশয়ে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে তার ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহব্বত বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি,কে বা কাহারা রাতের আঁধারে খালেদের একটি জলাশয়ে বিষ প্রয়োগ করেছে,ফলে জলাশয়ের মাছগুলো মরে ভেসে উঠেছে, ক্ষতিগ্রস্ত কলেজ শিক্ষককে আইনি পরামর্শ দেওয়া হয়েছে
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং