সারাদেশ

শ্যামনগরে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে র‌্যালী,আলোচনাসভা, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও অসুস্থ ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে জাতীয় সমাজসেবা দিবসের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান,মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা নাছিমা আক্তার প্রমুখ।

আলোচনাসভা শেষে  ভূরুলিয়া গ্রামের আলআমিন হোসেন(৩৬)কে ট্রাই সাইকেল, চালিতা ঘাটা গ্রামের সুজন(১৩)কে হুইল চেয়ার, মাহমুদপুর গ্রামের আব্দুর রউফ(৬৭)কে হুইল চেয়ার ও গোবিন্দপুর গ্রামের ওয়াস কুরানীকে হুইল চেয়ার বিতরণ করা হয়।

এছাড়া বিড়ালক্ষèী গ্রামের জন্মগত হাটের রোগ তানছিয়া আফরিনকে ৫০ হাজার টাকার চেক ও গাবুরার ডুমুরিয়া গ্রামের আয়েশা সিদ্দিকাকে থ্যালাসেমিয়া রোগের জন্য ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পথিক কুমার মন্ডল, ইউপি সমাজকর্মী তারক দেবনাথ, সুরঞ্জন শেখর মন্ডল, শিশু সুরক্ষা সমাজকর্মী এম এম আরিফুজ্জামান প্রমুখ।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং