সারাদেশ

হাইমচরে জনকল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

হাসান আহমেদ:

চাঁদপুরের হাইমচর উপজেলায় মানব কল্যাণে নিয়োজিত স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সামাজিক সংগঠন হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে শীতার্ত অসহায় আটশত পরিবারের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার নয়ানী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও হাইমচর উপজেলা জনকণ্যাণ সমিতির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন বাবলু।
সমিতির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল শামীম এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির ছাত্রকল্যান সম্পাদক আহসান ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহামেদ আলী গাজী, হাইমচর প্রেসক্লাব আহ্বায়ক মোহাম্মদ ফারুকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের সাবেক সভাপতি ও সমিতির সদস্য বুলবুল ইসমাইল, প্রাইমারী স্কুল শিক্ষক নুরে আলম, ও মামুনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দুদিন ব্যাপী শীতবস্ত্র বিতরণের কর্মসূচির আজ প্রথম দিনে উপজেলার নয়ানী লক্ষ্মীপুর, বাংলাবাজার, ভিঙ্গলিয়া, কমলাপুর, গন্ডামারা, চরভৈরবী, হাইমচর ডিগ্রী কলেজ এলাকায় অসহায়, দিনমজুর, শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য যে,হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে হাইমচর বাসী পাশে কাজ করে যাচ্ছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং