১০ দিনব্যাপী পাবনায় বিসিক বিজয় মেলার উদ্বোধন

সাব্বির আহমেদ(পাবনা জেলা প্রতিনিধি)
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পাবনা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে দশ দিনব্যাপী বিসিক বিজয় মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নানা রং এর বেলুন উড়িয়ে এর শুভ উদ্বোধন করা হয়।
সোমবার ৯ ডিসেম্বর বিকেল সাড়ে চারটা থেকে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ শামীম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ আহম্মেদ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক উপব্যবস্থাপক মোহাম্মদ আরিফুল ইসলাম
আরো বক্তব্য রাখেন বিসিক কেন্দ্রীয় শিল্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রাজা।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয় প্রশাসনিক কর্মকর্তা ওয়ায়েস কুরুনী সম্প্রসারণ কর্মকর্তা নবুওয়াত হোসেনসহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পন্যের পসরা নিয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন মোট পঞ্চাশটি স্টলের এই মেলার প্রথম দিনে বিভিন্ন বয়সের অসংখ্য দর্শক ও ক্রেতার উপস্থিতি দেখা গেছে।