স্কুলছাত্রকে যৌন নির্যাতন করা, সেই বিএনপি নেতা গ্রেপ্তার
জানুয়ারি ২০, ২০২৫
0
Comments
13 Views
জুয়েল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি:
স্কুলছাত্রকে যৌন নির্যাতনের মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকালকে আত্মগোপনে থাকা অবস্থায় সিরাজগঞ্জ শহর থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিএনপি নেতা জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।পরে তাকে চৌহালী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ১৪ জানুয়ারি জুয়েল রানাকে পদ থেকে বহিষ্কার করে জেলা বিএনপি। জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা পত্রে বলা হয়- দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত ও দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করায় চৌহালী উপজেলা বিএনপির সুপারিশ অনুযায়ী তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।