সারাদেশ

রমজান মাসে  সিন্ডকেট করলে কঠুর ব্যবস্হা নেওয়া হবে – জেলা প্রশাসক

রাজন হোসেন তৌফিকুল মৌলভীবাজারঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের পবিত্রতা রক্ষার্থে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি)  সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন মৌলভীবাজার জেলার সকল প্রকার ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন রমজানে উপলক্ষে বাজারে কোন ধরনের সিন্ডিকেট করলে তার প্রতি প্রশাসনিক কঠুর ব্যবস্থা নেওয়া হবে। অসাধু ব্যবসায়ীদের  কোনো ছাড় দেওয়া হবে ।

সভায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্যের নিশ্চিতকরণের প্রতি গুরুত্ব আরোপ করেন এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও সংযম পালনকালে রোজাদারগণের কষ্ট লাঘবে সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের প্রতি আহবান জানান ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

তিনি সকলকে সার্বিক সহযোগিতা কামনা করেন।এসময় ব্যবসায়ীসহ অন্যান্যরা পবিত্র রমজানকে সামনে রেখে সিন্ডিকেট প্রথা ভেঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য নানা সমস্যা চিহ্নিত করে তা থেকে উত্তোরণে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। রমজানের পবিত্রতা রক্ষায় ভেজাল নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হবে।

মতবিনিময় সভায় ব্ক্তব্য রাখেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, নজরুল ইসলাম মুহিব, মো: শাহজাহান মিয়া, মু,ইমাদ উদ দীন, মাহবুবুর রহমান রাহেল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যক্ষ মো: ইয়ামীর আলী,

মৌলভীবাজার চেম্বার অব কর্মাসের সভাপতি শরীফ আহমদ, বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক মো: শাহাদাৎ হোসেন,পৌর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মহি উদ্দিন চৌধুরী শাহীন,ক্যাবের সভাপতি প্রফেসর মো: মহসিন, ছাত্র প্রতিনিধি জসিম আহমদ, জেলা জাতীয় পার্টির সভাপতি মো: কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মো: মাহমুদুর রহমান মাহমুদ,শ্রীমঙ্গল ব্যবসায়ী , মো: কদর আলী, সৈয়দ মাহমুদ আলী,সেলিম আহমদ,আব্দুল কাদির,ছয়ফুল ইসলাম রুকন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং