সারাদেশ

মহেশপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

মহেশপুর (ঝিনাইদহ) থেকে মোঃ আজাদঃ
ঝিনাইদহের মহেশপুরে বাস ও মটরসাইকেল সংঘর্ষে নাজিমুদ্দিন (৪৫) নামে ব্যক্তি নিহত হয়েছে। নিহত নাজিমুদ্দিন মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির সাড়াতলা গ্রামের মিনহাজ্ব উদ্দিনের ছেলে।  কালিগঞ্জ-জীবননগর মহা সড়কের খালিশপুর এনামুল মিয়ার ভাটা সামনে এ দূর্ঘটনা ঘটে।
পথচারীরা জানান,সোমবার সকালে নাজিমুদ্দিন মোটরসাইকেল যোগে খালিশপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে মহা সড়কের এনামুল মিয়ার ভাটা সংলগ্ন আসলে বিপরিত গামী যাত্রীবাহি বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাজিমুদ্দিন বাসের চাকার নিচে চাপা পড়ে মাথা ও জিব্বা রোডের সাথে পিষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং