সারাদেশ

নারায়ণগঞ্জে আগুনে পুড়লো বসতবাড়ী ও দোকান

মোঃলিটন চৌধুরী, নারায়ণগঞ্জ (প্রতিনিধি):
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে বসতবাড়ি ও দোকান। সোমবার (২৭ জানুয়ারী)  ভোরে দক্ষিণ কদমতলী নোয়াপাড়া এলাকায় (হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুল সংলগ্ন) মনিরের ভাড়াটিয়া বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে আদমজী নগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
 স্থানীয়ভাবে জানা যায়,  আগুনে ৫ টি ঘর ও ৩ টি দোকান পুড়ে গেছে। এতে ভাড়াটিয়াদের ঘরের টিভি, ফ্রিজ ও আসবাবপত্রসহ এবং দোকানের মালামাল পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত ঘটে তা জানা যায়নি।
এ বিষয়ে আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, আমরা ভোর পাঁচটা বাজে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমাদের আদমজী ফায়ার স্টেশন এর দুটি ইউনিট প্রায় ঘন্টা খানিক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি উদ্ধার ২০ লক্ষ টাকার মতো হয়েছে বলে জানান তিনি।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং