ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফেনী জেলা ছাত্রদলের বিক্ষোভ।

ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে
ফেনী জেলা ছাত্রদলের বিক্ষোভ।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনী জেলা ছাত্রদল।মঙ্গলবার দুপুরে ফেনী সরকারি কলেজ মাঠ থেকে একটি মিছিল নিয়ে শহরের জেল রোডসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।এই সময় ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন,সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল,যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল,সাইফুল ইসলাম জিকু,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ,ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুল হালিম মানিক,যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, গিয়াস উদ্দিন স্বপন,ফেনী আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি শিবলু,সাধারণ সম্পাদক বাবলু,ফেনী কম্পিউটার ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি ফারহান খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।এই সময় ‘ফিলিস্তিনে হামলা কেন,জাতিসংঘ জবাব চাই’বিশ্ব মুসলিম ঐক্য গড়,ফিলিস্তিন স্বাধীন করো ইসরাইলের বিরুদ্ধে,ডাইরেক্ট অ্যাকশন এমন নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা।সমাবেশে বক্তারা বলেন,ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের ওপর যে বর্বরতা চালাচ্ছে,তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।এই অমানবিক তার বিরুদ্ধে আমাদের সবাইকে একত্রিত হয়ে অবস্থান নিতে হবে।যারা এই গণহত্যার মদদ দিচ্ছে,তাদের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে।ইসরায়েল ও আমেরিকার সব পণ্য বয়কটের আহবান জানান ছাত্রদলের নেতারা।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২