সারাদেশ

কলাপাড়ায় ২০ মণ শাপলাপাতা মাছ জব্দ, বিএনপি নেতাসহ আটক ৯

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর কলাপাড়ায় একটি পিকআপসহ বিপন্ন প্রজাতির ২০ মণ শাপলাপাতা মাছ জব্দ করেছে থানা পুলিশ। এসময় পিকআপের চালক ও হেলপার এবং চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে আটক করা হয়।

 

সোমবার ভোররাতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিশকানি এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়। আটকদের মধ্যে বিএনপির দুই নেতা রয়েছে।

আটককৃতরা হলো– টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা (৩২), টিয়াখালি ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. ইমরান (২৮), মো. সাকিব (২২), রনি (১৯), মো. সোহান (২৫), নুরুজ্জামান (৩৫), মো. কোন শিকদার (৩০), আব্দুল্লাহ আল নোমান (২৪) ও ননী ঘোষ (২৫)।

এ বিষয়ে কলাপাড়া উপকূলী বন কর্মকর্তা মনিরুল হক বলেন, ‘আজ বেলা ১১টার দিকে খবর পেয়ে আমার স্টাফদের নিয়ে কলাপাড়া থানায় আসি। এসে দেখি একটি ট্রাক প্রায় ২০ মণ শাপলা পাতা মাছ জব্দ করা হয়েছে। এটা বন্যপ্রাণী নিরাপত্তা সংরক্ষিত আইনের ২০১২ ধারামতে ধরা বা মজুদ করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। এর শাস্তি সর্বোচ্চ এক বছর, ৫০ হাজার টাকা জরিমানা। জব্দকৃত মাছগুলো যাতে দুর্গন্ধ না ছড়ায় ও পরিবেশের ক্ষতি না করে এ জন্য মাটিচাপা দেওয়া হবে।’

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘মহিপুর মৎস্য বন্দর থেকে নিষিদ্ধ এসব মাছ পাচার করছিল একটি চক্র। পিকআপটি বিশকানি এলাকায় পৌঁছলে পুলিশ পরিচয়ে টিয়াখালী ইউনিয়ন দুই বিএনপি নেতাসহ একদল দুর্বৃত্ত তাদের কাছে চাঁদা দাবি করে এবং মাছ লুট করে নেয়। খবর পেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি চাকু, প্রাইভেটকার, মোটরসাইকেল ও অটোরিকশাসহ ৯ জনকে আটক করে এবং ২০ মণ শাপলাপাতা মাছসহ একটি পিকআপ, একটি প্রাইভেটকার, একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।’

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং