জামালপুরে আনিছুর রহমান বিপ্লবের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল।

প্রতিনিধি
জামালপুর
জামালপুর যুবদল এবং বিএনপি’র অঙ্গ সংগঠন কৃর্তক আয়োজনে জামালপুর জেলা যুবদল বাঘের হাট (বট তলা) কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮ ডিসেম্বর (শনিবার) জামালপুর জেলা যুবদল বাঘের হাট (বট তলা) কার্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য,জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও শহর বিএনপির সাবেক সাধারন সম্পাদক, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-সম্পাদক ও জামালপুর জেলা বিএনপি’র সদ্য প্রয়াত সহ-সভাপতি এর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবদলের সদস্য সচিব মো: সোহেল রানা খান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আনিছুর রহমান বিপ্লব এমন একটি বিপ্লব যা ছাত্র দলের জামালপুর জেলার পথ প্রর্দশক। আমি তার অকাল মৃত্যু আমরা মেনে নিতে পারি না। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সবার সুদৃষ্টি দিবেন।
এ সময়ে জেলা যুবদলের সদস্য সচিব মো: সোহেল রানা খান বলেন, আনিছুর রহমান বিপ্লব ভাই এর কথা বলে শেষ করা যাবে না, জামালপুর জেলার আনিছুর রহমান বিপ্লব একটি ব্র্যান্ড। সকল নেতা,কর্মীদের কে উদ্দেশ্য করে বলেন আনিছুর রহমান বিপ্লব ভাই কে যারা ভালোবাসেন তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং গরিব অসহায় ও এতিম মানুষদের পাশে দাঁড়াতে হবে তাহলে তার রুহের-আত্মা শান্তি পাবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, লোক দেখানোর ভালোবাসার দরকার নাই, সবাইকে আল্লাহর কাজ করতে হবে, অন্যের গীবত করা যাবে না। মানুষ দেখানোর রাজনীতি আমি করিনা,আমি রাজনীতি করি গরিব ও অসহায় মানুষের জন্য।
এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি কাজী মোঃ মসিউর রহমান,শহর যুবদলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রতন,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জামালপুর জেলা শ্রমিকদল এর মোঃশামীম হোসেন মঙ্গল,জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন জনি,জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সাবেক ছাত্রদলের শহর শাখার সভাপতি মোঃ ইমরান কায়সার সহ প্রমুখ।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো: ইকরামুল হোসেন মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।।