সারাদেশ

পলাশবাড়ীতে দুর্বৃত্তরা দেয়া আগুনে পুরলো ইউপি সদস্যে বাড়ী।

বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা)  :
 পলাশবাড়ীতে আসাদুজ্জামান মজনু নামের এক ইউপি সদস্যের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার গভীর রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা গ্রামের সরকারপাড়ায় এ ঘটনা ঘটে।
ইউপি সদস্য আসাদুজ্জামানের অভিযোগ, রাত ১ টার দিকে দুর্বৃত্তরা তাঁর বাড়িতে আগুন দেয়। তখন তিনি টেলিভেশন দেখছিলেন। হঠাৎ ঘরের বারান্দায় আগুণ দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। এতে তার বারান্দার আসবাব পত্র সহ বিভিন্ন  প্রয়োজনীয় জিনিপত্র পুড়ে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় আগুণ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
খবর পেয়ে পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সহযোগিতা করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
আগুনে প্রায় কয়েক হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই ইউপি সদস্য। ঘটনাস্থলে কয়েকটি পেট্রোলের বোতল পাওয়া গেছে। এর এক সপ্তাহে আগে তাঁর খড়ের পালাতে আগুণ দিয়েছিল দুবৃর্ত্তরা। সেই আগুণে তাঁর সব খড় পুড়ে যায়। জীবনের নিরাপত্তা নিয়ে চরম হতাশা প্রকাশ করেন তিনি।
পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন, বিষয় টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং